দেশজুড়ে

সাতক্ষীরায় করোনা উপসর্গে চারজনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

মৃতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জয়ন্তী বিশ্বাস (৪৫), তালা উপজেলার কাজী ফজলুল হক (৪১), পাটকেলঘাটা থানার আমেনা বেগম (৬০) ও শ্যামনগর উপজেলার মোহাম্মাদ আলী (৮০)।

মঙ্গলবার (৩ জুলাই) জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা উপসর্গে চারজন মারা গেছেন। এসময় ৩০৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৪১ জন। তাদের মধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা করে পাঁচজনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন কীটে ২১১টি নমুনা পরীক্ষা করে আরও ৩৬ জন শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম

Advertisement