বীর প্রতীক মো. মোক্তার আলীকে বসবাসের জন্য বাড়ি তৈরি করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে বিজিবি’র নিজস্ব অর্থায়নে এ বাড়ি তৈরি করে দেয়া হয়। বীর প্রতীক মো. মোক্তার আলী বিজিবি-র অবসরপ্রাপ্ত হাবিলদার।শনিবার দুপুরে এ নব-নির্মিত বাড়িটির উদ্বোধন করেন, বিজিবি’র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (যশোর) আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান (পিবিজিএম)। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের ২৬ ব্যাটালিয়ানের লে. কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, লে. কর্ণেল খালেদ বিন ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোমিনুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. জালাল উদ্দীন, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, লতিফপুর ইউপি চেয়ারম্যান ফকরুল বসার প্রমুখ উপস্থিত ছিলেন।উদ্বোধনের সময় ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেন, অর্থ খরচ মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আন্তরিকতা, মুক্তিযোদ্ধাদের সম্মান করা। খুলনা ও বরিশাল বিভাগে এ রকম ১১টি প্রকল্প চালু রয়েছে বলেও তিনি জানান।উল্লেখ্য, বিজিবির মহাপরিচালকের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে খুলনা এবং বরিশাল বিভাগে বীর মুক্তিযোদ্ধাদের পুর্নবাসনের লক্ষে ১১টি প্রকল্প তৈরি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাবিলদার (অব.) মোক্তার হোসেন বীর প্রতীককে ২ কক্ষ বিশিষ্ট একটি বাড়ি করে দেয়া হয়।এস এম হুমায়ূন কবীর/এসএইচএস/আরআইপি
Advertisement