খেলাধুলা

পরের ম্যাচে আর ভুল করতে চান না সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭২ রানের বড় পরাজয়ের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। তবে হারলেও ফাইনালে খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি তাদের। ইলিমিনেটর রাউন্ডের জয়ী দলের সঙ্গে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তারা। কুমিল্লার বিপক্ষে যে ভুলগুলো করলো রংপুর রাইডার্স, সেগুলো যাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে আর না করেন, সে প্রতিশ্রুত দিলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন বলেও জানালেন তিনি।শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘অবশ্যই আমরা ভালো বোলিং করিনি। পুরো ম্যাচে ভালো কিছু করেছি সেটা বলা যাবে না। শেষ তিন ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলেছি। একটা বাজে দিন যেতেই পারে। টি-টোয়েন্টি খেলাটাই এরকম। কালকে আরেকটা সুযোগ আছে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন কালকের জন্যে প্রস্তুত থাকি।’তবে নিজেদের বড় পরাজয়ে খুব বেশি হতাশ নন সাকিব। আগেও এর চেয়ে বড় ব্যবধানে হেরেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আসলে বিপিএলে এরকম অনেকগুলো ম্যাচেই হয়েছে। আমরা এর আগেও খুব বাজেভাবে হারছি। ৯-১০ উইকেটে কিংবা একশ রানের নিচে অলআউট হয়ে গেছি। এটাই আসলে টি-টোয়েন্টির মজা। আজকে এরকম পারফর্ম করছেন, কাল এসে দেখছেন ভিন্ন একটা দল।’তবে হারের জন্য নিজেদের ব্যাটিংয়ের চেয়ে বোলিংকে বেশি দায়ী করছেন সাকিব। তার মতে এটা কোন ভাবেই ১৬০ করার মত উইকেট ছিলনা। তবে উইকেটকে খারাপ বলেননি তিনি। ১৩৫-৪০ এর উইকেট ছিল বলে মনে করেন রংপুরের অধিনায়ক। ২০-২২ রান বেশি দেওয়ায় দলকে করুণভাবে হারতে হয়েছে বলে জানান সাকিব।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement