ফেনীতে ‘করোনা হেল্প সেন্টার’ চালু করেছে বিএনপি। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
Advertisement
ফেনী শহরের তাকিয়া সড়কে সদর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও ফেনীর ড্যাব নেতা ডা. জালালুদ্দিন মেনন প্রমুখ।
ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে এ সময় পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা যুগ্ম আহবায়ক তপন কর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement
এ হেল্প সেন্টার থেকে শহরে করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন সার্ভিস, ওষুধ ও সুরক্ষা সামগ্রী দেয়া হবে।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস