করোনা রোগীদের চিকিৎসার জন্য আট হাজার লিটার লিকুইড অক্সিজেন পেয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতাল।
Advertisement
সোমবার (২ আগস্ট) রাত ৮টায় চট্টগ্রাম থেকে স্প্রেকট্রা অক্সিজেন লিমিটেডের একটি লরিতে করে অক্সিজেন হাসপাতালে এসে পৌঁছায়। এরপর দায়িত্বরত টেকনিশিয়ানরা লরি থেকে অক্সিজেন প্ল্যান্টে স্থানান্তর করেন।
এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, প্ল্যান্টের যাবতীয় কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সবকিছু ঠিক থাকলে বিকেলে অথবা পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
গত কয়েকমাস আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু করা হয়। প্ল্যান্টটি বসানোর কাজে অর্থায়ন করছে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড (ইউনিসেফ) এবং বাস্তবায়ন করেছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
Advertisement
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমকেএইচ