দেশজুড়ে

কমলগঞ্জে চা বাগানে আইসোলেশন সেন্টার

চা বাগানেও ক্রমেই বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। ফলে বেডের সংখ্যা বাড়িয়েও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মৌলভীবাজারের হাসপাতালগুলো।

Advertisement

চা বাগানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে চা শ্রমিকদের করোনা সুরক্ষা, শমশেরনগর চা বাগান টিম, চা বাগান কর্তৃপক্ষের সমন্বয়ে এবং বাগান পঞ্চায়েত কমিটির সহযোগিতায় চা-বাগানে আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ও চা-শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ায় কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে চা ছাত্র-যুব পরিষদ, জাগরণ যুব ফোরাম ও চা-বাগান পঞ্চায়েত কমিটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য চা-বাগান এলাকায় মাইকিং শুরু করে। তারা স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমিতদের ঘরে খাদ্য ও পুষ্টিযুক্ত খাদ্য পৌঁছে দেয়। করোনা আক্রান্ত ব্যক্তিদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকারও পরামর্শ দেয়।

সম্প্রতি শমশেরনগর চা বাগানে চা শ্রমিকদের করোনা সুরক্ষা, শমশেরনগর চা-বাগান টিম গঠন করে শমশেরনগরে চা বাগানে ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে স্থানীয় চা বাগানের পুরাতন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে ছয়টি বেড স্থাপন করে আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়। এ সেন্টারে সাহায্য পাওয়া অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়ছে।

Advertisement

চা শ্রমিকদের করোনা সুরক্ষায় গঠিত শমশেরনগর চা বাগান টিমের সমন্বয়ক ছাত্রনেতা মোহন রবিদাস বলেন, ‌‘আমরা সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি অনেক আগে থেকেই। বাগানের পুরোনো হাসপাতাল ভবন ব্যবহার করে একটি আইসোলেশন সেন্টার স্থাপন করেছি। কোনো ঘরে করোনা সংক্রমিত হলে তাকে এ সেন্টারে এনে চিকিৎসা সেবা দেয়া হবে।’

ডানকান ব্রাদার্সের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম বলেন, ‘চা-বাগানের ব্যাবস্থাপনায় আমারা ছয় বেডের আইসোলেশন সেন্টার করে রাখলাম। যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করা হবে। এছাড়াও এখানে অক্সিজেনের ব্যাবস্থা রাখা হয়েছে।’

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, ‘ধরে নিতে পারেন আমাদের পুরো বাগানটাই আইসোলেশন করা। এখানে বাইরের কেউ ঢুকতে পারে না, আবার প্রয়োজন ছাড়া কেউ বাইরে যায় না। করোনার সংক্রমণ প্রতিরোধে আমরা বাগান পঞ্চায়েত কমিটির সঙ্গে আলোচনা করে সচেতনতামূলক মাইকিং ও ক্যাম্পিং করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুরোনো হাসপাতাল ভবনে ছয় বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত করে রেখেছি। আগামী ৭ আগস্ট থেকে চা-শ্রমিকদেরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। আমরা চেষ্টা করব- ক্যাম্পে টিকা এনে দেয়া যায় কি-না।’

Advertisement

আব্দুল আজিজ/এএএইচ