নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩৯ জনে।
Advertisement
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৮ জনে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।
সোমবার (২ আগস্ট) রাতে জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৯৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬ শতাংশ। গত বছর জেলায় প্রথম রোগী শনাক্তের পর থেকে হিসাব করলে গড় শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ।
Advertisement
নতুন আক্রান্ত রোগীদের মধ্যে নোয়াখালী সদর উপজেলার ১০৯ জন, সূবর্ণচরের চারজন, হাতিয়ার চারজন, বেগমগঞ্জের ৪৩ জন, সোনাইমুড়ির ২৭ জন, চাটখিলের ২০ জন, সেনবাগের ৪০ জন, কোম্পানীগঞ্জের ৩৫ জন ও কবিরহাটের ১১ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২৫৮ জন রোগী। এ নিয়ে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১০০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৮২ শতাংশ।
জেলায় আইসোলেশনে ৫১ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৯২ জন।
ইকবাল হোসেন মজনু/এএএইচ
Advertisement