ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
Advertisement
সোমবার (২ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও বলেন, ‘হাসপাতালের ৩০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ১৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ, বাকি ১১১ জন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমকেএইচ
Advertisement