দেশজুড়ে

করোনা : চুয়াডাঙ্গায় আরও ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

Advertisement

সোমবার (২ আগস্ট) জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন। নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আরও এক হাজার ৭৩০ জন।’

জেলায় ২২ হাজার ৭২৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত ছয় হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন চার হাজার ১০৬ জন। মারা গেছেন ১৮৬ জন।

Advertisement

সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস