আন্তর্জাতিক

ভারতে দৈনিক সংক্রমণ কমছেই না

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ এখনো ৪০ হাজারের বেশি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জনে। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে ।

Advertisement

টানা পাঁচ দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচশোর নীচে নেমেছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪২২ জনের। পুরো দেশে করোনায় মোট প্রাণ গেছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের।

ভারতে এখন সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি কেরালায়। গত কয়েকদিন ধরেই কেরালা রাজ্যে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। তালিকায় পরের অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। এরপর ক্রমান্বয়ে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও ওড়িশা রাজ্য। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের কম বলে জানা গেছে। এদিকে, সোমবার থেকে স্কুল খুলছে পাঞ্জাবে।

ভারতের করোনার দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়। এখন কিছুটা কমলেও আবার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে দেশটিতে। এদিকে, সব রাজ্যে চলছে টিকা কার্যক্রম। তবে টিকা দেয়ার পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

এসএনআর/জিকেএস