জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১২ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম কী? উত্তর : জানানা গুসমাও। ২. প্রশ্ন : কবে পূর্ব তিমুরে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর : ৩০ আগস্ট ২০০১। ৩. প্রশ্ন : কবে পূর্ব তিমুরে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর : ১৪ এপ্রিল ২০০২। ৪. প্রশ্ন : পূর্ব তিমুরের বর্তমান কী? উত্তর : তিমুর লেসেথে। ৫. প্রশ্ন : বিশ্বের কোন দেশে কোনো আইনসভা নেই? উত্তর : ব্রুনাই। ৬. প্রশ্ন : হো চি মিন নামটি কিসের সাথে জড়িত? উত্তর : ভিয়েতনাম। ৭. প্রশ্ন : ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা কে? উত্তর : নাগো দিন দিয়েম। ৮. প্রশ্ন : মালয়েশিয়া কবে গঠিত হয়? উত্তর : ১৯৬৩ সালে। ৯. প্রশ্ন : কয়টি প্রদেশ নিয়ে মালয়েশিয়া গঠিত? উত্তর : ১৩টি। ১০. প্রশ্ন : মালয়েশিয়া কবে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? উত্তর : ১৯৫৭ সালে। ১১. প্রশ্ন : সিঙ্গাপুর কয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত? উত্তর : ৫৫টি। ১২. প্রশ্ন : সিঙ্গাপুর কবে মালয়েশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছিল? উত্তর : ১৯৬৩ সালে। ১৩. প্রশ্ন : মালয়েশিয়া ও সিঙ্গাপুর কবে আলাদা হয়? উত্তর : ১৯৬৫ সালে। ১৪. প্রশ্ন : এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র কোনটি? উত্তর : তিমুর লেসেথে।১৫. প্রশ্ন : পিস পাইপলাইনের সাথে সংশ্লিষ্ট কারা?উত্তর : ইরান ও পাকিস্তান।১৬. প্রশ্ন : ৫ এপ্রিল ২০১৫ কোন দেশ পিতৃত্বকালীন ছুটি চালু করে?উত্তর : যুক্তরাজ্য।১৭. প্রশ্ন : বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জে কোন দেশ কংক্রিটের রানওয়ে নির্মাণ করেছে?উত্তর : চীন।১৮. প্রশ্ন : রাফায়েল কোন দেশভিত্তিক যুদ্ধবিমান?উত্তর : ফ্রান্স।১৯. প্রশ্ন : নাইজেরিয়ার বর্তমান পেসিডেন্ট কে?উত্তর : মুহাম্মাদু বুহারি।২০. নামিবিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?উত্তর : সারা কুগনজেলা।এসইউ/আরআইপি

Advertisement