কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, ‘বর্তমানে ২২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন।’
মো. মেজবাউল আলম বলেন, ‘হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ১২৫ টি নমুনা পরীক্ষায় ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৬৬। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১৭৬ জন, কুমারখালীতে ১৪০ জন, দৌলতপুরে ৪২ জন, ভেড়ামারায় ২৫ জন, মিরপুরে ৬৬ জন এবং খোকসায় ৩১ জন।’
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার চারজন।
Advertisement
আল-মামুন সাগর/আরএইচ/এমকেএইচ