কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০৬ জনের।
Advertisement
রোববার (১ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যারা মারা গেছেন তাদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৯ জনে।’
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৬৮ জন, আদর্শ সদরের ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ের ৫৬ জন, ব্রাহ্মণপাড়ার ৩৭ জন, চান্দিনার ১৩ জন, চৌদ্দগ্রামের ১৪ জন, দেবিদ্বারের ৪৫ জন, দাউদকান্দির ৭৮ জন, লাকসামের ৬৪ জন, লালমাইর ১৩ জন, নাঙ্গলকোটের ৬২ জন, বরুড়ার ৭০ জন, মনোহরগঞ্জের ৩৬, মুরাদনগরের ৭০ জন, মেঘনার ২১ জন, তিতাসের ৯ জন এবং হোমনা উপজেলার ২০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে।
জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম
Advertisement