দেশজুড়ে

না.গঞ্জে আরও ৪ ডাকাতের মরদেহ হস্তান্তর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির ঘটনায় নিহত আটজনের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া আরও চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চারজনের মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে আটজনের পরিচয় পাওয়া গেল।শনিবার চারজনের পরিচয় সনাক্ত হওয়ার পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী গ্রামের মৃত নাদের আলীর ছেলে একাব্বর আলী (৩২), একই গ্রামের মৃত নিহন শেখের ছেলে আবু তাহের (৩৩),  ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার চুরখাই গ্রামের সামছুদ্দিনের ছেলে তপু হাসান ওরফে ছোটন। শুক্রবার সনাক্ত হওয়া দুলালের মরদেহও শনিবার পরিবারের সদস্যরা গ্রহণ করেন।শনিবার সরেজমিনে ঘটনাস্থল ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দায় গিয়ে দেখে গেছে, পুরিন্দা এলাকার আশপাশের ১০/১২টি গ্রামের লোকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না। দোকানপাট অনেক স্থানেই বন্ধ রয়েছে। যদিও পুলিশ বলছে নিরীহ কাউকে হয়রানি করা হবে না। তার পরও এলাকাবাসীর মাঝে আতঙ্ক কমছে না। উপজেলার সাতগ্রামের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ জাগো নিউজকে জানান, এলাকাতে লোকজন খুব কম বের হচ্ছেন। সবার মাঝে ভয় কাজ করছে। গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে গোটা সাতগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের মাঝে। এদিকে আহত চার ডাকাত মানিক, লোকমান, সজীব ও সাব্বির  উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সাব্বির জানান, আমাকে দুই হাজার টাকা দেয়ার কথা বলে অপারেশনে অংশ নিতে বলেন এলাকার বড় ভাই জুয়েল।আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, ডাকাতির ঘটনায় নিহত আটজনের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া আরো চারজনের মরদেহ শনিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা নারায়ণগঞ্জ শহরের ১শ` শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গ থেকে মরদেহগুলো বুঝে নেন। মো. শাহাদাত হোসেন/এমজেড/আরআইপি

Advertisement