জাতীয়

নাশকতাকারীদের বিচার হবেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নাশকতায় জড়িত তাদের বিচার হবেই। যারা মানুষের কল্যাণ চায় না তারা সব সময় ষড়যন্ত্র করতেই থাকবে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না। তাদের বিচার শেষ করবো আমরাই।মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মূল কাঠামো ও নদী শাসনের উদ্বোধন শেষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়  এ কথা বলেন তিনি।তিনি বলেন, দুর্নীতি করে টাকা উপার্জন করা নয়। জনগণের সেবা করতে এসেছি। এদেশের শ্রমিক মজুরের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগ সরকার কাজ করছে।  প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাজ জামায়াতকে সঙ্গে নিয়ে মানুষ পুড়িয়ে মারা। মানুষের প্রতি তাদের দরদ নেই। মানুষ পুড়িয়ে মারা তাদের কাজ। লুটপাট করতে পারে। অর্থপাচার করতে পারে। হায়েনার দল উন্নয়নকে যাতে বাধা দিতে না পারে তার জন্য আওয়ামী লীগের পাশে থাকতে বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে। প্রশিক্ষণ সেন্টার করা হবে। কেউ যাতে স্কুলের বাইরে না থাকে সরকার সেই ব্যবস্থা করবে।শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য কর্মসংস্থান বাড়ানো। বিনা জামানতে কৃষকদের ঋণের ব্যবস্থা করেছি আমরা। কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করছি। আবার কর্মজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছে। ১২৩ ভাগ বেতন বাড়িযেছি। পৃথিবীর কোনো দেশ এমনটি করেনি।তিনি আরো বলেন, বিএনপি জামাত দেশের স্বাধানীতাই চায়নি। তাই উন্নতিও চায় না। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ছিলাম। বিএনপি জামায়াত কমিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ার লক্ষ্যে ১০০টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসএ/এসকেডি/আরআইপি

Advertisement