ঢাকাই চলচ্চিত্র ‘জালালের গল্প’ মুক্তির আগে থেকেই আলোচনার জন্ম দিয়েছে নানা আন্তর্জাতিক পুরস্কার-স্বীকৃতি অর্জন করে। মুক্তির পরও ছবিটি দর্শক মহলে অভিনন্দিতক হয়েছে। তার প্রাপ্তির মুকুটে যোগ হলো আরো এক নতুন পালক। ছবির গল্প ও কলাকুশলীদের ধারাবাহিকতায় এবার পুরস্কৃত হলেন ছবিটির পরিচালক আবু শাহেদ ইমন। ২০তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ডেব্যুটান্ট ডিরেক্টর’ হিসেবে মনোনীত হয়েছেন তিনি।ইমন জানান, কেরালার ওই উৎসবে যোগ দিতে সপ্তাহখানেক আগেই ভারতে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে উৎসব শুরু হয় ৪ ডিসেম্বর। ছবিটি প্রদর্শিতও হয়েছে অভিষিক্ত হওয়া সেরা নির্মাতা বিভাগে। প্রতিযোগীতায় আসা মোট ১১টি ছবির মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে ‘জালালের গল্প’ প্রতিনিধিত্ব করেছে।ইমন ফেসবুকে আরো জানান, কেরালা উৎসব শেষে চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আগামীকাল রোববার চেন্নাই যাচ্ছেন তিনি। সেখানে প্রায় ১৫০টি দেশের ১৮৩টি চলচ্চিত্রের সঙ্গে জালালের গল্প প্রদর্শিত হবে। উৎসবটি চলবে ১০-১৭ ডিসেম্বর পর্যন্ত।জালালের গল্প চলচ্চিত্রটি জালালের তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূলত এই তিন বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প এতে উঠে এসেছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরাফাত রহমান ও মোহাম্মদ ইমন।এছাড়া আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমি হামিদ, তৌকির আহমেদ, নূরে আলম নয়ন, শর্মীমালা।প্রসঙ্গত, চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৮৮তম আসরে জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে এই চলচ্চিত্রটিকে নির্বাচন করা হয়। এলএ
Advertisement