মালয়েশিয়ায় চলমান সুপারমক কাপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে অনুর্ধ্ব-১৩ এবং অনুর্ধ্ব-১২ ফুটবল দল। ব্রাজিল-ক্রোয়েশিয়াসহ একের পর এক শক্তিশালি ক্লাবকে হারানোর পর অনুর্ধ্ব-১৩ ফুটবল দল উঠে গেলো প্লেট পর্বের ফাইনালে। অনুর্ধ্ব-১৩ দলের পদাঙ্ক অনুসরণ করছে অনুর্ধ্ব-১২ দলও। তারাও উঠে গেলো প্লেট পর্বের ফাইনালে। মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় মে ব্যাংক অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে ফিলিপাইনের ক্লাব গ্লোবাল এফসিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১২ ফুটবল দল।শুরু থেকেই দারুন সংগঠিত ফুটবল উপহার দেয় বাংলাদেশের ফুটবলাররা। তবে যেভাবে খেলেছিল সে তুলনায় গোল হয়েছে কমই। কারণ বেশ কিছু সহজ গোলের সুযোগ নষ্ট হয়েছে। যদিও প্রথমার্ধ ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। বাংলাদেশের ফুটবলাররা বেশ কয়েকটি সহজ সুযোগও তৈরী করেছিল এই অর্ধে। শুধুমাত্র সোহাগ ছাড়া এ অর্ধে আর কেউ গোল করতে পারেননি। ফলে প্রথমার্ধ শেষ হয় মাত্র ১-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধে এসে গ্লোবাল এফসি আরও সংগঠিত হয়ে যায়। তবে রাশেদ আর মনিরকে বাধা দিয়ে রাখতে পারেনি ফিলিপাইন্সের ক্লাবটির রক্ষণভাগ। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে প্লেট পর্বের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের অনুর্ধ্ব-১২ ফুটবল দল।তবে ফাইনালে অনুর্ধ্ব-১২ দলের প্রতিপক্ষ কে সেটা জানা যায়নি। আগামীকাল (রোববার) দুপুরে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।আইএইচএস/আরআইপি
Advertisement