দেশজুড়ে

হবিগঞ্জে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

হবিগঞ্জে একদিনে সর্বোচ্চ ৩৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে সিলেটের ল্যাব থেকে পরীক্ষার এ ফলাফল আসে। শনাক্তের হার ৪৩ দশমিক নয় শতাংশ।

Advertisement

শনিবার রাত সাড়ে ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ যাবৎ এটিই একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার জেলা থেকে মোট ৭৯২টি নমুনা পরীক্ষার জন্য সিলেটের ল্যাবে পাঠানো হয়। এর বিপরীতে ৩৪৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৫৭, চুনারুঘাটে ৬৪, লাখাইয়ে দুই, বাহুবলে নয়, বানিয়াচংয়ে ২৩, নবীগঞ্জে ৪১, মাধবপুরে ৪৯ ও আজমিরীগঞ্জে তিনজন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৫০০ জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের।

Advertisement

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইএ/জিকেএস