জামালপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।গত দু’দিন ধরে জামালপুরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগে নেয়া হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের রেল স্টেশন, হাসপাতাল, হযরত শাহ্ জামাল (রহ.) মাজারসহ বিভিন্ন স্থানে খোলা জায়গায় ঘুমন্ত মানুষের মাঝে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান শীতবস্ত্র বিতরণ করেন। এসময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম রেজা, সাংবাদিক এম. এ জলিল প্রমুখ।শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি
Advertisement