খেলাধুলা

এবার ডায়নামো জাগরেবকে হারাল বাংলাদেশ

এবার ডায়নামো জাগরেবকে হারাল বাংলাদেশ

মালয়েশিয়ায় চমক অব্যাহত রেখেছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। সুপার মক কাপের অনুর্ধ্ব-১৩ বিভাগে আগেরদিনেই ব্রাজিলের বিখ্যাত ক্লাব করিন্থিয়ান্সের অনুর্ধ্ব-১৩ দলকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারিয়ে প্লেট পর্বের সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।আজই স্থানীয় সময় সকাল ৯টায় সেমিফাইনালে আরেক শক্তিশালি ক্লাব ইউক্রেনের ডায়নামো জাগরেবের মুখোমুখি হয় বাংলাদেশের কিশোররা। উয়েফা চ্যাম্পিয়ন্সলিগে খেলার কারণে ডায়নামো জাগরেবকে বেশ ভালোভাবেই চেনে এ দেশের মানুষ।ব্রাজিলের করিন্থিয়ান্সের মতো ডায়নোমো জাগরেবকেও উড়িয়ে দিল বাংলাদেশের কিশোররা। ৩-১ ব্যবধানে হারিয়ে প্লেট পর্বের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। তবে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূণ্যভাবে। তবে এই অর্ধে বেশ আক্রমণাত্মক ছিল দু’দলই। দু’দলেল গোলমুখেই বেশ কয়েকবার আক্রমণ হয়েছিল। যদিও কেউ সফল হয়নি তাতে।দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিন্তু বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে ডায়নামো জাগরেবের ফুটবলাররা। কাউন্টার অ্যাটাকে তারা বার কয়েক আক্রমণ শানায় বাংলাদেশের গোলমুখে। তবে বাংলাদেশের ডিফেন্স দুর্দান্তভাবে সেগুলো ঠেকিয়ে। উল্টো খেলার ৫১ মিনিটে স্রোতের বিপরীতে গোল পেয়ে যায় বাংলাদেশের ফুটবলাররা।উইঙ্গার রাজা দারুন একটি ক্রস দেয় অমিতের কাছে। দারুন এক হেডে জাগরেবের জালে বল জড়িয়ে দেয় এবং প্রথমবারেরমত এগিয়ে যায় বাংলাদেশ। গোল হজম করে আরও বেপরোয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়ান ফুটবলাররা। যার ধারাবাহিকতায় ৬২ মিনিটে সমতায়ও ফিরে আসে তারা। ফরোয়ার্ড ভিক্টর কানিজাগ গোল করে সমতা ফেরায় জাগরেবকে।তবে ৭০ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। অনুর্ধ্ব-১৩ দলের স্ট্রাইকার ফাহিম গোল করে এগিয়ে দেয় বাংলাদেশকে। খেলার ইনজুরি টাইমে (৭০+১) মিনিটে আবারও রাজার পাস থেকে বল পেয়ে সাকিবের ভলি খুঁজে পায় জাগরেবের জাল। ৩-১ ব্যবধানে জিতে গেলো বাংলাদেশের কিশোর ফুটবলাররা।আগামীকাল (রোববার) মালয়েশিয়ান সময় সকাল ১০টায় ফাইনালে থাইল্যান্ডের বুরিরাম ফুটবল ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৩ ফুটবল দল।আইএইচএস/এমএস

Advertisement