দেশজুড়ে

সিরাজগঞ্জের মহাসড়কে চলছে বাস-ট্রাক, নেয়া হচ্ছে ঢাকামুখী যাত্রী

শিল্প কারখানা খোলার ঘোষণায় চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ সময় মহাসড়কে দূরপাল্লার বাসে যাত্রী উঠাতে দেখা গেছে। পাশাপাশি অধিক যাত্রী নিয়ে ঢাকা, গাজীপুর ও চন্দ্রার উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রাক-পিকআপ। বাসস্ট্যান্ডে রয়েছে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

Advertisement

শনিবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জের মহাসড়কের কড্ডা এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসে যাত্রী উঠানো হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা করে আর ট্রাকে ২০০ থেকে ৪০০ টাকা।

দূর্জয় কুমার নামে চন্দ্রা এলাকার এক টেক্সটাইল কর্মী বলেন, ‘বাস ও ট্রাকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। তবুও যেকোনোভাবে কর্মস্থলে যেতেই হবে।’

Advertisement

হায়দার নামের এক ট্রাক চালক বলেন, ‘৪০০ টাকা করে ভাড়া নিয়ে কড্ডা থেকে চন্দ্রা পর্যন্ত যাচ্ছি। বঙ্গবন্ধু সেতু পশ্চিমে পুলিশ হঠাৎ দু-একটি গাড়ি দাঁড় করালেও বেশিরভাগ ট্রাকই বিনা বাধায় সেতু পার হয়ে যাচ্ছে।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন বলেন, ‘যেহেতু আগামীকাল থেকে শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে তাই যে যেভাবে পারছে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। আমরা করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব বাধা দেয়ার চেষ্টা করছি। এছাড়া মেট্রোরেলের প্রত্যয়নপত্র নিয়ে কিছু বাস যাচ্ছে।’

কড্ডা এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন, ‘গার্মেন্টস কর্মীরা যে যেভাবে পারছে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া ট্রাকগুলো দূরে দাড়িয়ে থেকে আমাদের চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছে।’ তবে বাস চলাচলের বিষয়ে কিছু বলেননি এই কর্মকর্তা।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমএস

Advertisement