প্রাণঘাতী করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের আঘাতে বিপর্যস্ত পুরো দেশ। প্রতিদিনই দ্রুত বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মাঝে করোনা শনাক্তের উচ্চহার চিন্তা আরও বাড়াচ্ছে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এ নিয়ে গত সাতদিনের মধ্যে চারদিনই শনাক্ত হলো ৩০ শতাংশের উপরে। বাকি তিনদিনের দুদিনও শনাক্ত ছিল ২৯ শতাংশের উপরে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া করোনা সংক্রমণের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।
এর আগের ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৮৬২ জনের। সেদিনও শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৭ শতাংশ।
Advertisement
২৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৫ হাজার ২৭১ জন। সেদিন ৫২ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়, শনাক্তের হার ছিল ২৯ দশমিক ২১ শতাংশ।
এছাড়া ২৮ জুলাই শনাক্তের হার ছিল ৩০ দশমিক ১২ শতাংশ, ২৭ জুলাই ২৮ দশমিক ৪৪ শতাংশ, ২৬ জুলাই ২৯ দশমিক ৮২ শতাংশ এবং ২৫ জুলাই শনাক্তের হার ছিল ৩০ দশমিক ০৪ শতাংশ।
এমএইচআর/এমএস
Advertisement