যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব ১৮ দিন পর চালু হয়েছে।
Advertisement
শনিবার (৩১ জুলাই) দুপুর থেকে ল্যাবে নতুন করে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ও আরটিপিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাফি আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ জুলাই ল্যাবটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ওই দিন থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়। পরে ল্যাব রক্ষণাবেক্ষণের নিয়ম অনুযায়ী নিজস্ব ওয়েতে ১০ দিন ধরে ক্লিনিংসহ অন্যান্য টেকনিক্যাল সমস্যা চিহ্নিত করার চেষ্টা চলানো হয়। এতে ভালো কোনো ফলাফল না আসায় ঢাকায় আইইডিসিআরের বিশেষজ্ঞ টিমকে আনা হয়। তারা ২৪ থেকে ৩০ জুলাই সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে ল্যাবটি আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন এবং ল্যাবটি করোনার নমুনা পরীক্ষার সক্ষমতা ফিরে পেয়েছে। বিষয়টি শুক্রবার রাতেই গোপালগঞ্জের সিভিল সার্জনকে জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জাগো নিউজকে বলেন, শনিবার জেলা সদরসহ পাঁচ উপজেলার নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেগুলো দুপুর ২টার দিকে ল্যাবে পাঠানো হবে। আশা করি এখন থেকে প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন দিতে পারবো।
এআরএ/এমএস
Advertisement