কাতারে আবারও পরিবর্তন করা হলো কোয়ারেন্টাইনের নিয়ম। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে দেশটিতে আসার পর থাকতে হবে ২ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে।
Advertisement
২য় দিন করোনা টেস্টের পর নেগেটিভ রেজাল্ট হলে হোটেল ছেড়ে বাসায় যেতে পারবেন প্রবাসীরা। তবে এই নিয়ম কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা কাতারে করোনা টিকা পেয়েছেন অথবা গত এক বছরে কাতারে দেশটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।
যারা কাতারের বাইরে অন্য কোনো দেশে করোনার টিকা পেয়েছেন বা কাতারের বাইরে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাদের বেলায় কাতারে আসার পর ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। একইভাবে যারা ভিজিট ভিসায় কাতারে আসবেন তারা যদি করোনার টিকা নেয়া থাকে তবে ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা করোনার টিকা পায়নি, তারা ভিজিট ভিসায় কাতারে আসতে পারবে না। আগামী ২ আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
এমআরএম/এমএস
Advertisement