দেশজুড়ে

সড়কে পড়েছিলেন বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ইউএনও

শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক পড়েছিলেন চাঁন বানু (৭০) নামের এক বৃদ্ধা। করোনা আতঙ্কে তার কাছে যাচ্ছিলেন না কেউ। খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন নিজের গাড়ি করে হাসপাতালে ভর্তি করেন ওই বৃদ্ধাকে।

Advertisement

শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন নমুনা পরীক্ষায় চাঁন বানুর করোনা পজিটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাসের জঙ্গল বাজারের পুরাতন মাছের গলি থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

বৃদ্ধা চাঁন বানু উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড গ্রামের মৃত হামিদ মোল্লার স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন।

Advertisement

স্থানীয়রা জানান, বাজারের ওই গলির পাশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিলেন বৃদ্ধা চাঁন বানু। তবে করোনা আতঙ্কে কেউ তার পাশে যাচ্ছিলেন না। দুইদিন যাবত ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া বলেন, করোনা আক্রান্ত ওই বৃদ্ধাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দেখি ভেজা কাপড়ে থরথর করে কাঁপছিলেন ওই বৃদ্ধা। গায়ে হাত দিয়ে দেখি অনেক জ্বর, সঙ্গে কাশিও। ঘটনাটি জেলা প্রশাসককে জানালে তিনি জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। পরে আমার গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। বর্তমানে হাসপাতালে তিনি ভালো আছেন।

মো. ছগির হোসেন/আরএইচ/এমকেএইচ

Advertisement