খেলাধুলা

টস হেরে ব্যাট করছে কুমিল্লা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর তার ডেপুটি সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার তারা মুখোমুখি ফাইনালে ওঠার লক্ষ্যে। বিপিএলে প্রথম কোয়ালিফায়িং ম্যাচে টস হেরে ব্যাট করছে মাশরাফির কুমিল্লা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৭ ওভার শেষে বিনা উইকেটে ৫৩ রান।  প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে সেটিই চলে যাবে সরাসরি ফাইনালে। আর যারা হারবে তাদের সামনেও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে এলিমেনিটর পর্বে জয়ী দলের সঙ্গে রোববার জিততে হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটিকে।শক্তি এবং পরিসংখ্যানের বিচারে এবারের বিপিএলে সমান তালেই এগিয়ে যাচ্ছে কুমিল্লা এবং রংপুর। গ্রুপ পর্ব শেষে ১০ ম্যাচ খেলে দুই দলই তুলে নিয়েছে ৭টি করে জয়। এমনকি মুখোমুখি লড়াইয়েও তারা সমানে সমান। নিজেদের মধ্যে লড়াইয়ে একটি করে জয় তুলে নিয়েছে দুই দলই। প্রথম খেলায় রংপুরকে মাত্র ৮২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল কুমিল্লা। ফিরতি ম্যাচে কুমিল্লাকে ২১ রানে হারিয়ে প্রতিশোধ নেয় রংপুর।রংপুর একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সারকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আল-আমিন, মোহাম্মদ নবী, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা ও লিন্ডল সিমন্স।কুমিল্লা একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, মাহমুদুল হাসান, অলোক কাপালি, নুয়ান কুলাসেকারা, আন্দ্রে রাসেল, আহমেদ শেহজাদ, আসহার জাইদি ও আবু হায়দার রনি।এমআর/এমএস

Advertisement