দেশজুড়ে

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, ‘এদের মধ্যে খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি (৩৫) ও খুলনা সদরের রাজু (২২)। এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়েলো জোনে ৪৯ জন ও আইসিইউতে ২০ জন।’

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, ‘এ হাসপাতালে কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।’

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এর মধ্যে ১৬ জন পুরুষ ও ২৪ জন নারী।’

Advertisement

নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা চারদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।’

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৭০ জন। আইসিইউতে রয়েছেন তিনজন।’

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস

Advertisement