জাতীয়

চট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৭৪২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৬২ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয় ৭৪২ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৯৫৯ জনে।

Advertisement

শনিবার (৩১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ৭৪২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৬৪৯ জন ও বিভিন্ন উপজেলার ৯৩ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১৫ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৪৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এমআরআর