আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৩০ জুলাই ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ডেল্টা ধারণার চেয়ে ভয়ংকর, তবে টিকায় কাজ হয়: সিডিসি

ডেল্টা করোনাভাইরাসের অন্য ধরনগুলোর (ভ্যারিয়েন্ট) তুলনায় বেশি সংক্রামক ও প্রাণঘাতী, তা জানা গিয়েছিল আগেই। তবে করোনার নতুন এই ধরনটি পূর্বধারণার চেয়েও বেশি বিপজ্জনক, বলছে মার্কিন কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা সিডিসি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের বরাতে এ তথ্য প্রথম প্রকাশ করে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট।

বিশ্বে একদিনে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

Advertisement

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ১১ হাজার ১৮৪ জন ।শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

লকডাউন কার্যকর করতে সিডনিতে সেনা মোতায়েন

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে করোনাভাইরাসের ভারতীয় অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাই করোনা ঠেকাতে চলমান লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে দেশটির সেনাবাহিনী, এমনটাই জানিয়েছে বিবিসি। গত জুন মাসে ডেল্টা ধরন শনাক্ত হয় সিডনিতে। করোনার এই ডেল্টা ধরনে সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজারের কাছাকাছি আর মারা গেছেন ৯ জন। বৃহস্পতিবার সিডনিতে একদিনে ২৩৯ জনের শরীরে করোনভাইরাস শনাক্ত হয়। মহামারি শুরুর পর সেখানে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর পরপরই চলমান লকডাউন নিশ্চিত করতে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সেনা মোতায়েনের আবেদন জানায়।

টিকা নিলে ১০০ ডলার করে দেয়ার প্রস্তাব বাইডেনের

Advertisement

যুক্তরাষ্ট্রে নতুন করে যারা করোনারোধী টিকা নিচ্ছেন, তাদের জনপ্রতি ১০০ ডলার (প্রায় সাড়ে আট হাজার টাকা) দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলো যেন টিকাগ্রহীতাদের হাতে এই অর্থ তুলে দেয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে টিকাদানের হার বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন রাজস্ব দফতর।

বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলছে সৌদি

প্রায় দেড় বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করতে রাজি হয়েছে সৌদি আরব। তবে এর জন্য বেঁধে দেয়া হয়েছে কড়া শর্ত। কেবল সৌদি সরকার অনুমোদিত করোনাভাইরাসরোধী টিকার প্রয়োজনীয় সব ডোজ নেয়া থাকলেই দেশটিতে প্রবেশাধিকার পাবেন ভিনদেশি পর্যটকেরা। তবে তাদের ওমরাহ পালনে বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে কি-না, তা নিশ্চিত করেনি রিয়াদ। শুক্রবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

আফগানিস্তানে বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু, নিখোঁজ বহু

আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ডেকে আনা আকস্মিক বন্যায় বহু লোক প্রাণ হারিয়েছেন। সরকারি হিসাবে বলা হচ্ছে, এই সংখ্যা ৬০ জন। এলাকার নিয়ন্ত্রণ দখল করা তালেবানের দাবি, বন্যায় অন্তত দেড়শ’ জনের মৃত্যু হয়েছে। আর স্থানীয় এক প্রকৌশলী সাংবাদিকদের বলেছেন, মৃতের সংখ্যা দুইশ’ পার হয়ে যেতে পারে।

সাংবাদিকের ফোনে পেগাসাসের আড়িপাতার বিষয়টি নিশ্চিত করল ফ্রান্স

ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই বলছে, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশটির অনলাইন অনুসন্ধানমূলক জার্নাল মিডিয়াপার্টের দুই সাংবাদিকের ফোনে আড়িপাতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মিডিয়াপার্টে এ ধরনের একটি খবর প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। মিডিয়াপার্টের বরাত দিয়ে এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাবের ফরেনসিক বিশ্লেষণে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে আড়িপাতার ঘটনা ফাঁস হওয়ার ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে তদন্তে নামে এএনএসএসআই।

হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইনে এক ব্যক্তির ৯ বছর কারাদণ্ড

হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে প্রথমবারের মতো অভিযুক্ত এক ব্যক্তিকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার এ রায় ঘোষণা করা হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচ্ছিন্নতাবাদ উস্কে দেয়ার দায়ে তং ইং কিতকে এ সাজা দেয়া হলো। সড়কে টহলরত একদল পুলিশ কর্মকর্তার ওপর মোটরবাইক তুলে দেয়ার অভিযোগে গত বছরের জুলাই মাসে ২৪ বছর বয়সী তং ইং কিতকে আটক করা হয়। সেসময় তার কাছে থাকা কালো রংয়ের পতাকায় ‘হংকংকে স্বাধীন করাই আমাদের সময়ের বিপ্লব’ এমন একটি স্লোগান লেখা ছিল।

ক্রসফায়ার নয়, দানিশকে পিটিয়ে হত্যা করেছে তালেবান!

আফগান বাহিনী আর তালেবানের লড়াইয়ের মাঝে পড়ে ক্রসফায়ারে মৃত্যু হয়নি পুলিৎজারজয়ী সাংবাদিক দানিশ সিদ্দিকির। তাকে আটক করে বর্বরভাবে পিটিয়ে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সম্প্রতি এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সাময়িকী। প্রতিবেদকের দাবি, ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্রের কাছ থেকে দানিশের মরদেহের একাধিক ছবি পেয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, প্রয়াত এ সাংবাদিকের মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে, বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেয়া হয়েছে সারা শরীর।

ঝুঁকিতে থাকা দু’শোর বেশি আফগান দোভাষী যুক্তরাষ্ট্রে পৌঁছাল

নারী-শিশুসহ ২২১ জন আফগান দোভাষী যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে গত বিশ বছর ধরে মার্কিন বাহিনী ও ন্যাটোকে সহায়তা দেয়া আড়াই হাজারের মতো দোভাষীকে যুক্তরাষ্ট্রে নেয়া হবে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ২২১ জনকে নেয়া হলো। আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছায় আফগান দোভাষীদের বহনকারী একটি বিমান। তাদের ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের অন্যত্র নেয়া হবে।

মধ্যপ্রাচের ‘দীর্ঘতম’ সুড়ঙ্গপথ উদ্বোধন করল ইরান

পাহাড় কেটে তৈরি নতুন একটি সুড়ঙ্গপথ উদ্বোধন করল ইরান। ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৬ কোটি ডলার ব্যয় করেছে দেশটি। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম পার্সটুডের খবর অনুসারে, এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ। জানা যায়, গত বৃহস্পতিবার ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুড়ঙ্গপথের উদ্বোধন করেন। সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। তেহরান-শোমাল মহাসড়কে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে এই সুড়ঙ্গপথ তৈরি।

ওমান উপকূলে ইসরায়েলি জাহাজে হামলা, নিহত ২

ওমান উপকূলে এক ইসরায়েলি ব্যবসায়ীর একটি জাহাজে হামলার ঘটনায় নাবিকদলের দুই সদস্য নিহত হয়েছেন। তাদের একজন ব্রিটেনের আরেক জন রোমানিয়ার বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ওমানের মাসিরাহ দ্বীপের উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে। আল জাজিরার খবরে জানা গেছে এসব তথ্য। ইসরায়েলি ধনকুবের ইয়েল ওফের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের অংশীদার লন্ডনভিত্তিক জোডিয়াক ম্যানেজমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানায়, হামলার শিকার জাহাজটি হলো লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার মারসার স্ট্রিট। এটি জাপানের মালিকানাধীন। যদিও ওই ব্যবসায়ীর কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা। তবে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওমান উপকূলে হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

৭৮ বছর বয়সেও টিকটক স্টার নেপালের কৃষ্ণা কুমারী

নাচতে কার না ভাল লাগে। ছোটবেলার নাচুনে স্বভাব বড় হয়ে পারিবারিক আর সামাজিক বিধির কারণে হারিয়ে যায় একটা সময়। কিন্তু নেপালের গোর্খা জেলার এক নারী তার নাচের প্রতিভার জানান দিলেন ৭৮ বছর বয়সে এসে। সম্প্রতি টিকটকে নাচের ভিডিও আপলোড করে ভাইরাল নেপালের ৭৮ বছর বয়সী নারী কৃষ্ণা কুমারী তিওয়ারি।তার একটি ভিডিও সম্প্রতি ১ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ দেখেছে এবং এতে কমেন্ট পড়েছে প্রায় ৬৫ হাজার, এমনটাই জানিয়েছে বিবিসি।

এসএনআর/এএসএম