দেশজুড়ে

বগুড়ায় করোনায় প্রাণ গেল ১৭ জনের

বগুড়ায় তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সদরে ৭৫, শাজাহানপুরে ১৫, গাবতলীতে ১৪, দুপচাঁচিয়ায় ৮, শেরপুরে ৭, কাহালুতে ৬, সারিয়াকান্দি ৪, শিবগঞ্জে ৪, নন্দীগ্রামে ৩ এবং ধুনটে ৩ জন রয়েছেন। এছাড়া জেলায় এক হাজার ৭১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ/জেআইএম

Advertisement