কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলি জমি থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা।
Advertisement
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১১টায় চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের একটি বীজতলা থেকে অজগরটি উদ্ধার করে খাচায় রাখেন স্থানীয়রা। শুক্রবার (৩০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক সাপটি উদ্ধার করে বন বিভাগ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে লক্ষ্মীপুরে ফসলি জমিতে মাছ শিকারে যান কয়েকজন যুবক। এক পর্যায়ে বশির আহমেদ বাছিরের বীজ তলায় কারেন্ট জালে আট ফুট লম্বা আজগরটি আটক অবস্থায় দেখতে পায় তারা। পরে সাপটিকে তারা একটি লোহার খাঁচায় বন্দি করেন।
খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত লোক সাপটিকে দেখতে ভিড় জমায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক সাপটি উদ্ধার করে বন বিভাগ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
Advertisement
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক জাগো নিউজকে বলেন, সকালে অজগরটি উদ্ধার করে কুমিল্লা বন বিভাগ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জাগো নিউজকে বলেন, সীমান্তের বন থেকে খাবারের খোঁজে অজগরটি সমতল ভূমিতে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর সব ঠিক থাকলে সাপটিকে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম
Advertisement