দেশজুড়ে

সাতক্ষীরায় করোনা-উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

শুক্রবার (৩০ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় উপসর্গে তিনজন ও করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে ৫৩৬ জনের মৃত্যু হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/জেআইএম

Advertisement