শিক্ষকদের জন্য চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টার তথা ফোরসি আয়োজন করছে শ্রেণিকক্ষে বহুমুখী শিখন-শিক্ষণ পদ্ধতি বা মাল্টিপল ওয়েজ অব টিচি-লার্নিং এপ্রোচ ইন ক্লাসরুম শীর্ষক কর্মশালা। ইএমকে সেন্টারের সঙ্গে যৌথ আয়োজনে কর্মশালাটি অনলাইনে ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
Advertisement
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন মালালা ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং ব্রিটিশ কাউন্সিলের সাবেক স্কুল বিভাগের প্রধান এম এইচ তানসেন। উপস্থাপন করবেন ফোরসির সেক্রেটারি ও শিক্ষা গবেষক মাহফুজুর রহমান মানিক।
আয়োজকরা জানান বহুমুখী শিখন-শেখানো পদ্ধতির মূল ভিত্তি হলো মার্কিন মনোবিজ্ঞানী অধ্যাপক হাওয়ার্ড গার্ডনারের বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব। এ তত্বটি শ্রেণিকক্ষে কার্যকর বলে বিশ্বব্যাপী স্বীকৃত।
তারা প্রত্যাশা করছেন প্রাথমিক পর্যায়ের বিভিন্ন মাধ্যমের স্কুল ও মাদরাসার শিক্ষকগণ কর্মশালায় বেশি অংশগ্রহণ করুক। যাতে শিশুদের জন্য কার্যকর একটি শ্রেণিকক্ষ উপহার দেয়া যায়। তবে সকল শিক্ষক, শিক্ষা গবেষক, শিশুকর্মী ও আগ্রহী যে কেউ কর্মশালায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ আগস্ট। অংশগ্রহণকারী প্রত্যেকে ভার্চুয়াল সার্টিফিকেট পাবেন। ভার্চুয়াল ম্যাগাজিনে নামসহ অংশগ্রণকারীর ছবি প্রকাশ হবে। কর্মশালায় রেজিস্ট্রেশন লিংক: www.docs.google.com
Advertisement
এমএমএফ/এমএস