কাবুলে স্পেনের দূতাবাসের কাছে একটি বিদেশি গেস্ট হাউজে হামলাকারী চার জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। জঙ্গিদের হামলায় চার পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে স্পেনের দূতাবাসের কাছে একটি বিদেশি গেস্ট হাউজে তালেবান জঙ্গিরা হামলা চালায়। ওই হামলায় স্পেনের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্পেন সরকার। এর আগে প্রাথমিকভাবে স্পেন দূতাবাসে হামলার কথা জানানো হলেও পরে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় তা অস্বীকার করেছেন।কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, হামলায় অংশ নেয়া চার জঙ্গি নিহত হয়েছে। তিনি বলেন, গেস্ট হাউজের প্রবেশমুখে প্রথম হামলাকারী বিস্ফোরণ ঘটালে অন্য তিনজন ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধে ওই চার জঙ্গি নিহত হয়। এদিকে ওই গেস্ট হাউজে হামলার আগে তালেবান জঙ্গিরা শেরপুর জেলায় এক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।বশির মুজাহিদ বলেন, এ ঘটনায় দুই বিদেশি নাগরিক ও চার আফগান পুলিশ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৯ জন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাতে পারেননি। তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক শান্তি সম্মেলনে অংশ নিয়ে বুধবার দেশে ফিরেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর পরেই এ হামলার ঘটনা ঘটলো। এর আগে মঙ্গলবার দেশটির কান্দাহার বিমানবন্দরে তালেবানের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়।এসআইএস/এমএস
Advertisement