ধর্ম

বিপদগ্রস্ত লোককে দেখে পড়ার দোয়া

মানুষ বিভিন্ন কারণে সমস্যায় পড়ে থাকে। সব সমস্যা সমাধানে আল্লাহর রহমত কামনা করা উচিত। এ জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছে, তখন তিনি বিপদ-আপদে পতিত বিপন্ন লোকের জন্য দোয়া করতেন। দোয়াটি তুলে ধরা হলো-হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ বিপন্ন লোক দেখলে বলবে-উচ্চারণ : আলহামদু লিল্লা হিল্লাজি আফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদদালানি আলা কাছিরিম মিম মান খালাকা তাফদিলা।অর্থ : সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ দ্বারা পরীক্ষায় নিপতিত করেছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অনুগ্রহ করেছেন। (তিরমিজি)আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে-আপদে হিফাজত রাখুন। বিপদে পতিত লোকদের কল্যাণে এগিয়ে আসার এবং দোয়া করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement