ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এছাড়া সকালে কুয়াশার তীব্রতা থাকায় লঞ্চ-স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন মিঞা জানান, রাত ৩টা থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় পদ্মায় দিক-নির্দেশনা বাতি অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।নাসিরুল হক/এসএস/এমএস
Advertisement