সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৬০ জন সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ। এর ৪২ দশমিক ৭৫ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩২ দশমিক ৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০ দশমিক ১৫ শতাংশ ও মৌলভীবাজারে ৪৫ দশমিক ৭৩ শতাংশ।
Advertisement
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ৬৬০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৩১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১ হাজার ১১২ জন, সুনামগঞ্জে চার হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় চার হাজার ৪০০ জন, মৌলভীবাজারে পাঁচ হাজার ১৯৮ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ১৫২ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ১২ জন রোগীর মধ্যে আটজনই সিলেট জেলার বাসিন্দা। একজন সুনামগঞ্জ ও অপরজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
Advertisement
এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৬৬৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৫২৪ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারের ৫৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন রয়েছেন।
ছামির মাহমুদ/এসআর/এএসএম