বিনোদন

সংবৃতার ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’

সংবৃতার ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’

স্বাধীনতার প্রায় অর্ধশতক পরেও লাল রক্তের ছোপ লেপটে আছে এ সবুজ শ্যামল বাংলাদেশের মাটিতে। বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে তাই শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র এর আবৃত্তি প্রযোজনা ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’ -এর ১০ম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।এ আবৃত্তি পরিবেশনায় মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের উপর লেখা বিভিন্ন কবির ৩০টি কবিতা দৃশ্যকল্পের পরম্পরায় সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। আবৃত্তি প্রযোজনাটির স্লোগান ছিল ‘বারুদেরই গন্ধ স্মৃতি ভুবন ফেলে ছেয়ে, ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে’। সামসুজ্জামান বাবুর গ্রন্থনা এবং এ কে এম সামছুদ্দোহার নির্দেশনায় অনুষ্ঠানটিতে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন তরুণ আবৃত্তি শিল্পীবৃন্দ।শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’, ‘তোমারই পদধ্বনি’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল’, আবুল হাসানের ‘উচ্চারণগুলি শোকের’ এবং মারুফ রায়হানের ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’সহ ২৭টি কবিতা আবৃত্তি করেন সংবৃতার তরুণ আবৃত্তি শিল্পীরা।সলিল চৌধুরীর শপথ কবিতাটির দলগত পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর এ কে এম সামছুদ্দোহা, নাসিরউদ্দিন পিটু, মাসুদ পারভেজ, হ্যাপী আকতার, সাদিয়া আকতার, কাকন জামান, হাম্মাদ সোহাগসহ বেশ কয়েকজন আবৃত্তিশিল্পী তাদের আবৃত্তি পরিবেশন করেন। সবশেষ মোহাম্মদ মনিরুজ্জামানের কালজয়ী কবিতা জার্নাল-১৯৭১ পরিবেশন করে আবৃত্তি প্রযোজনার ইতি টানেন মোগনিউজ্জামান প্রিন্স।আবৃত্তি প্রযোজনাটির ১০ম মঞ্চায়নে আবৃত্তিপ্রেমীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ছিল এ কবিতা পাঠের আসর। প্রায় অর্ধ-হাজারেরও বেশী কবিতাপ্রেমী উপভোগ করেন শীতের সান্ধ্যকালীন এ আবৃত্তি আয়োজন।উল্লেখ্য, আবৃত্তি শিল্পের চর্চায় ও বিকাশের লক্ষে সংবৃতা নিয়মিত আবৃত্তি কর্মশালা আয়োজন ও ব্যক্তি বা বিষয় ভিত্তিক আবৃত্তি প্রযোজনার নিয়মিত মঞ্চায়নের করে যাচ্ছে দশ বছরের বেশি সময় ধরে। সংবাদ বিজ্ঞপ্তি।এআরএস/এমএস

Advertisement