বগুড়ায় করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে পাঁচজন মারা গেছেন।
Advertisement
বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- কাহালুর ইউসুফ (৬০), সারিয়াকান্দির জহুরা বেগম (৭০) ও সদরের খাদিজা (৬৮)।
ডেপুটি সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০২ নমুনায় আরও ১১২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় একজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৮৬ নমুনায় ৩৩ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ৩১শতাংশ।
Advertisement
এদের মধ্যে সদরের ৭৩ জন, শেরপুর ৯ জন, শিবগঞ্জ ছয়জন, গাবতলী ছয়জন, দুপচাঁচিয়ায় পাঁচজন, সারিয়াকান্দিতে চারজন, ধুনটে তিনজন, সোনাতলায় দুইজন, শাজাহানপুরে দুইজন, আদমদীঘি ও কাহালুতে একজন করে মারা যান।
জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯জন এবং ৫৫৪ জন মারা গেছেন। এছাড়া জেলায় এক হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
আরএইচ/এমকেএইচ
Advertisement