কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে ২০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনায় ১৫১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫০ জন।’
মো. মেজবাউল আলম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৫২২টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৮৮ জন, দৌলতপুরে ২২ জন, ভেড়ামারায় দুইজন, মিরপুরে ২৯ জন ও খোকসা উপজেলায় আটজন রয়েছেন।’
জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮১ জন। মারা গেছেন ৫৫০ জন।
Advertisement
আল-মামুন সাগর/আরএইচ/এমকেএইচ