চট্টগ্রামে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে এক নারী (৬০) হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর ওই নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দেয়।
Advertisement
বুধবার (২৮ জুলাই) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বাড়িতে থেকে চিকিৎসা নিয়েই তিনি করোনামুক্ত হন। পরে শারীরিক জটিলতায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। তবে তিনি রোগটিতে আক্রান্ত কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা শেষে নিশ্চিতভাবে বলা যাবে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কি-না।’
জানা গেছে, গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন ফেরদৌস বেগম। এরপর ১৫ জুলাই তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে করোনামুক্ত হলেও তার শরীরে নানা সমস্যা দেখা দেয়। এজন্য চারদিন আগে তিনি চমেক হাসপাতালে ভর্তি হন।
Advertisement
মিজানুর রহমান/এএএইচ