দেশজুড়ে

লকডাউনে বিয়ে : বর ফিরে গেলেন বাড়িতে, জরিমানা গুনলেন অভিভাবকরা

সরকারঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে পিরোজপুরের কাউখালি উপজেলায় বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের আশায় গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নে বাল্য বিবাহের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মােছা. খালেদা খাতুনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি কনের বাড়িতে যান। এসময় বর-কনের বয়স নির্ধারণের জন্য জন্মসনদ অনলাইনে যাচাই করে তা সঠিক পান। কিন্তু কঠাের লকডাউনের মধ্যে বিয়ের আয়ােজন করায় বরের ও কনের বাবাকে পৃথক দুটি মামলায় মােট তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে বর পক্ষকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, কঠাের লকডাউনের মধ্যে বিয়ের আয়ােজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে বর পক্ষকে বাড়িতে ফেরত পাঠানাে হয়েছে।

Advertisement

এসআর/এমএস