দেশজুড়ে

যশোরে করোনা-উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে একজন জন মারা গেছেন। একই সময়ে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

বুধবার (২৮ জুলাই) বিকেলে যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের হার ২৩ শতাংশ।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১১৮ জন। এর মধ্যে করোনার রেডজোনে ৮৬ জন এবং ইয়েলো জোনে ৩২ জন রোগী রয়েছেন।

Advertisement

মিলন রহমান/এসজে/এমএস