দেশজুড়ে

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ সময় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ অভ্যন্তরীণ নৌরুটে সব ধরনের নৌযান বন্ধ রাখা হয়।নৌযান চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের সারি লম্বা হচ্ছে। এ সময় চরম বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও রোগীরা। এদিকে আবার নদী এলাকায় শীতের তীব্রতা কিছুটা বেশী।শুক্রবার সন্ধ্যার পর থেকে সময় অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে একটু একটু করে কুয়াশা পরতে থাকে। রাত সাড়ে ১০টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এতে নৌযান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়লে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ম্যানাজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌযান চলাচল ঝুকিপূর্ণ হওয়ায় রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রুটে  ১৫টি ফেরির মধ্যে দৌলতদিয়া প্রান্তে বর্তমানে ৪টি ফেরি অবস্থান করছে। মাঝ নদীতে ২/৩টি আটকা পড়ে থাকতে পারে। কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।রুবেলুর রহমান/একে/এআরএস

Advertisement