দেশজুড়ে

ফরিদপুর মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

Advertisement

বুধবার (২৮ জুলাই) জেলার সিভিল সার্জন সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সময়ে নতুন করে আরও ১৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে ফরিদপুরের আটজন, রাজবাড়ীর ছয়জন, মাদারীপুরের দুইজন ও মাগুরার একজন রয়েছেন।’

এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৬৩ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪১৭ জন। মারা গেছেন ৩৬৯ জন।

Advertisement

এন কে বি নয়ন/আরএইচ/এমকেএইচ