দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৮ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুর রব (৭২), খোদেজা (৬০), আমজাদ হোসাইন (৪২), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহিরকান্তী সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬১), হালুয়াঘাটের আলতাফ (৬৫) ও জামালপুর মেলান্দহের আক্কাস আলী (৭৪)।

Advertisement

তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৪৫ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি ৬৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৩৫৮ নমুনা পরীক্ষা করে ৪৪০ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমকেএইচ

Advertisement