দেশজুড়ে

পুতুলের ভেতরে ইয়াবা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে থেকে ৬শ` পিচ ইয়াবাসহ জাহিদ হোসেন ওরফে আরিফুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। খেলনা পুতুলের ভেতরে করে এসব ইয়াবা বহনের সময়ে শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ হোসেন মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ থানার তারপাশা এলাকার মৃত ফজলুল হকের ছেলে। নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকাস্থ র‌্যাব-১১ এর এএসপি শাহ মো. মশিউর রহমান জাগো নিউজকে জানান, জাহিদ অভিনব কায়দায় ইয়াবাগুলি একটি খেলনা পতুলের ভেতর বহন করছিল। তিনি এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। শাহাদাত হোসেন/এআরএ/এমএস

Advertisement