জাতীয়

জ্বরে আক্রান্তদের করোনা-ডেঙ্গু পরীক্ষা করতে হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরও জ্বর থাকে। তাই জ্বরে আক্রান্ত রোগীদের করোনা পরীক্ষার সঙ্গে সঙ্গে ডেঙ্গুও পরীক্ষা করতে হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে রোগীকে পরবর্তী চিকিৎসাসেবা প্রদান করতে হবে।

Advertisement

মঙ্গলবার (২৭ জুলাই) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুরুষ-নারীদের জন্য মেডিসিন বিভাগে ২৬ শয্যার এবং শিশুদের জন্য শিশু বিভাগে ১২ শয্যার ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে।

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জরুরি ভিত্তিতে মশা নিধন কার্যক্রম জোরদার, একই সঙ্গে পরিষ্কার কার্যক্রম, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করাসহ অন্যান্য উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Advertisement

উপাচার্য বলেন, করোনা প্রতিরোধের জন্য মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন বা টিকা নেয়া ছাড়া কোনো বিকল্প নেই। করোনা টিকা নিলে রোগীর জটিলতা অনেক কম হয় এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করে। টিকা নিলে করোনা আক্রান্ত হয়ে রোগীর মারা যাওয়ার বিষয়টি একেবারেই কম। গ্রামগঞ্জে যারা এখনও টিকা নেয়নি বিশেষ করে বয়স্করা তারা যেন জরুরি ভিত্তিতে টিকা নেন।

এমইউ/জেডএইচ/এমকেএইচ