আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব ও কলামিস্ট আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় ২৫ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।
আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বনানীর নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ঢাকা ডেল্টা হসপিটালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন বিষয়টি নিশ্চিত করেন।
Advertisement
তিনি পরিবারের পক্ষ থেকে বড় ভাই আবুল মাল আবদুল মুহিতের আশু রোগ মুক্তি কামনা করে সিলেটবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
ছামির মাহমুদ/এএইচ/এমএস