পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩৫ জন।
Advertisement
মঙ্গলবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি এ তথ্য নিশ্চিত করেন।
পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলায় একজন করে মারা গেছেন।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জেলায় করোনা আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা রয়েছে।’
Advertisement
এএইচ/এমএস